ঈদ আসিতেছে বাবা জান মোরে,
       কিনে দিবে নয়া জামা।
নয়া জামা পরে, ঘুরে যে বেড়াব,
      মানিব না কোন মানা।
আলতার গুটি, রঙিন ফিতা,
    আরও এনে দিবে চুরি।
আর কিছু আমি চাহিব না বাবা,
    তোমার এই ফুল ঝুরি।
এ কথা শুনিয়া বাবা যে তাহার,
      চোখ মুছে মুছে  বলে।
ওগো মা তোমি বেঁচে থাক ববে,
    মোর  ঘর ভর কলরোলে।
     তনয়ার মুখে চুমু দিয়ে বাবা
         চলে গেল তার কাজে।
     অভাগার এই সংসার দেখে,
    সবে লাজেতে লোকিয়ে মরে।
চাল নেই ঘরে, হাতে নেই  কাজ,
       নিতুই পারি না ভোজ।
জননী যে বড় বিলাষ করেছে
    থাক, সে যে বড় অবুঝ।
সারাটি দিবস খেটে খেটে বাবা,
       আনিছে ভাতের চাল।
গা খানি তার বিঝিয়া রয়েছে,
     মুখে নেই কোন হাল।'
এসে গেছ বাবা,এনেছ তো জামা,
        ফিতা ও কাচের চুরি।
  পরে দেখেনেয় কেমন দেখাবে,
           বের কর তারাতারি।
ওগো মা তোমার জামা, চুরি আর,
            রঙিন ফিতার মালা।
রয়েছে দোকানে আনিনি যে ভুলে,
           আর বাড়াও না জ্বালা।
এই বলে বাবা কেঁদে ফেলে দিল,
             চোখ মুছে মুছে বলে।
      নরাধম ভবে দাও গালি দিয়ে
               চোখ ভরে দাও জ্বলে।
না বাবা তোমি যে, এভাবে বলনা,
        সহিতে পারিনা আমি।
তোমায় দেখিল রাখতে পারিনা,
          ধরিতে চোখের পানি।
আমি কভু আর চাহিবনা জামা ,
          চাহিব না আর মালা।
      অবুঝের মত ঈদ এসে গেল,
          সংসারে দিল জ্বালা।