হে কবি, তোমার কবিতা পড়ে তো,
খুলে না কারও আখি।
কেহ তো বুঝেনা তোমি অশান্ত,
নীল নব প্রাণ পাখি।
তোমারে যে কেউ ভাসে না ভাল,
ডাকেনা আদরে কাছে।
তোমি ছাড়ট দেখ,তোমার জীবনে,
কে বা আর প্রিয় আছে।
তোমি লিখ যাহা বুঝেনা যে কেহ,
বলে একি তোমি লেখ।
তোমি নাকি কবি চোর বট তব
অপরের লেখা দেখ।
তুমি নাকি খুব বোকাদের দলে,
বার বার চল ফিরে।
কিছু নেই শুধু তুমি তুমি ভাব,
সবে দেখে আরে আরে।
এত সহজ আর সরল মনের,
হয়েছ যেমন তুমি।
তারই তরে জানি কোনদিন নামে,
সাহারার মরূভূমি।
তুমি যারে এত কাছেটান সুখে,
সে যে রাখে দূরে দূরে।
কবু যে তোমারে ভাসেনা ভালো,
তব হতে থাকে  সড়ে।
তাই বলি কবি লিখে যাও তুমি,
করেছ যে লেখা শুরু।
লিখে যাও তোমি জীবন গল্প ,
লিখে ফেল দেখি পুরো