মাছে মাছে ভরা,আমাদের জলা।
কত নামে নামে ছড়া।
কই ভেদা শোল, খৈলসে মাছে।
খাল বিল শত ভরা।
চাপিলা,চাটা কত রং মাখে,
রাণী মাছ সাজে বউ।
বরষার জলে,খেলা করে পুটি,
চেয়ে দেখেছ কি কেউ।
আষাঢ়ের বানে, বোয়ালের প্রানে,
জাগে নব উদ্যান।
সবে তারা ছুটে লাফায় নদীতে,
খুলে দেয় তারা প্রাণ।
কত মাছে ভরা, আমাদের জলা,
কত রং মাখা বেশ।
কত বিদেশীর নয়ন জোড়ায়,
মোদের বাংলাদেশ।