মানুষ গুলো অন্য রকম,
কেমন যেন পর হয়ে যায়।
কথার মাঝে,কাজের চাপে,
আর কভু না ফিরে তাকায়।
কেমন যেন ভুলতে গিয়ে,
হঠাৎ আবার পরছে মনে।
একটু আশার বাণী শুনে,
ওঠছি জেগে নতুন গানে।
চোখের তারায় ছিলেন যারা,
আজ রয়েছে অনেক দূরে।
কাছের যে জন আছে সদা,
তারেই নিচ্ছে আপন করে।
হয়তো কবু আর কোন দিন,
ভাসব না আর মনের কোনে।
তবুও জানি মুখর সদা,
ওদের নিয়ে স্বপ্ন বুনে।
এখন অনেক দূরের আমি,
হয়তো তোমার নেই কো মনে।
আর জমে না ইস কথাটি ,
রং ছলনায়  ঐ নয়নে।