একা থাকা ভাল লাগে,
একাই যাব রে ভাই।
সব কিছু একা একা,
একা যে এছেছি তাই।
রাত্রির কালো একা,
কালি মাখা রং তার,
দিনের আলোই কিছু,
ভাল যে লাগে না তার।
আমি একা, তোমি একা
একার যে শেষ নেই।
একাকি থেকেছে যারা
তার কোন ভয় নাই।
মিলে মিশে থাকি,তবু
যেন একা মনে হয়।
বিপুল কিছুর মাঝে
একা থাকা লাগে ভয়।
তোমি আমি মেকি তবে,
যবে একা ভুলে যায়।
একা একা বেঁচে থাক
যেতে হবে একা তাই।
ঘর ছেড়ে এসে কত,
সাথি জনা খুজে পাই,
হাসি গান শেষে দেখি,
তবু আমি একা ভাই।