মা গো আমায় করে দিও ক্ষমা,
দুঃখ গুলো আর রেখ না জমা।
আমি ক্লান্ত, তোমার খোকা।
সে যে এমন বড় বুকা।
তুমায় ফোন করিতে যায় ভুলে সে কভু,
মাঝে মাঝে অভাক হয়ে ভুলটি বুঝে তবু।
সে যে ভাসায় আখি জলে,
গোপনে তোমার কথা বলে।
তোমার কষ্ট গুলো হাত ছানি দেয় তারে,
যে কষ্ট গুলো ছিল মাগো সারা জনম ভরে,
যবে নিজে উপুস করে,
আহার দিয়ে করলে তারে বড়।
আর সহে না জীবন কথা,
তোমরা আমায় ধর।
জানি সুরের মুর্ছনাতে,
আমার অন্ধ আঁখিপাতে,
কি বাতাসের মৃদু বায়ু বয়।
মনে হয় মায়ের মত,
গাইছে আমার জয়।
আমি নাই বা হলাম কিছু,
তাতে দুঃখ নাই তো পিছু,
সোনার ছেলে হলাম যে তার কাছে,
সে কথাটি আজও মনে আছে।