হাতে নাই কাজ লাজে মরি সদা,
সংসারে কত জ্বালা।
সে জ্বালা কত যে যাতনা দিয়েছে,
অন্তর করে কালা।
স্বজনে রা বলে কত আর বাপু,
বসে বসে দিন কাটে।
চা ও তো বেচিতে পারো বসে ঐ,
শান্তি পরের হাটে।
বউ বলে এই মুখ পুরা বুড়া,
আর থাকবো না পরে।
ফিরে আসবো না চলে গেলে এই,
তোর ভেঙে পরা ঘরে।
বাবা মা বললো কত রে বাবা,
এইভাবে যাবে দিন।
কিছু কর একটা হাত নড়াচড়া,
বেড়েছে অনেক ঋণ।
মনের দুঃখে বের হয় মাঠে,
কোথা পাবো আজই কাজ।
বেচে দিয়েছি সম্মান মোর,
ভুলে গেছি লোকলাজ।
কে দিবে মোরে বেচবো রে কাজ,
বিনিময়ে দিবে টাকা।
যে কোনা কাজে এখন আমারে,
যাবে সব সময় ডাকা।
বসে বসে মোর জনম কাটলো,
অভাবে ধরেছে আজ।
ভাত নাই পেটে কিসে মাতবর,
কিসে মান কিসে লাজ।
কাজ করে খাই শান্তি যে পাই,
করি না যে বাহাদুরি।
সুখে ঘুম পারি কাজ শেষে আমি,
রাজনীতি সব ছাড়ি।
চায়ের দোকানে কাটে না সময়,
রাত ভর ঘুম পারি।
ভোর হতে উঠে প্রার্থনা করে,
অতঃপর কাজ ধরি।