যাহাদের ঘামে, সভ্যতা পানে
শত শত সফলতা।
তোমাদের শ্রম বৃথা যে যায় নি
তবে ভুলে গেছে কথা।
তোমাদের শ্রমে, উপর ওলারা,
উপর তলাতে ওঠে।
তোমাদের কথা এতই ভুলেছে
ফুটেনা মুটেও ঠুটে।
যাহাদের ঘামে, ধরনীর প্রানে,'
ফুল ফসলের মুখ।'
তাহাদের গায়ে তালির জামাটি,
আজও পায় নি তো লোপ।
জির্ন জড়তা অসুখে বিসুখে,
শ্রম শ্রমিকের কথা।
মে দিবস এলেই  উঠে কিছু গান,
পরে আসে নিরবতা।
যাহাদের ঘামে, সভ্যতা পানে,
নব নব  কত  পাওয়া।"
তবে কেন ভাই ভুলে যায় ওদের,
মানছি না দাবি  দাওয়া।
আমাদের শ্রম স্বার্থক  হবে,"
ন্যায্য  মুজুরি  পেলে।
একথাই শুধু দাবি আমাদের,
মে  দিবসের  কালে।
ওপর ওয়ালার আমাদের তলে,
নজর করিতে শেখ।
আমাদের কত কষ্ট রয়েছে,
নয়ন মেলিয়া দেখ।