যেখানে নিরাশা ডুবালো  স্ব তরী।
যেখানেই ওঠ জেগে।
সৃত্মি জড়া পাতা যাক না তা জরে।
শিখে নাও ভুল দেখে।
বিগত ভুলের কথা রেখো মনে,
জেগে থাক তার আশে।
লোকে যদি কভু পাগলও বলে,
দেয় যদি বনবাসে।
জেগে থাক আজ রাত্র নিশিতে,
সময়ে  জীবন বেধে।
তিরিশের পরে কেউ তোমারে,
ডাকবেনা রন সাদে।
তখন ভিবোর ঘুমিয়ে থেকো গো,
দোল দেয়া পালংকে।
আশা নিয়ে হে নব জোয়ান তা,
জয় কর হিমালয়।
জেগে থেকে সেই স্বপ্ন টা দেখ,
আসবেই তবে জয়।