কিছু মানুষের সুখ গুলো যেন,
কিছু মানুষের যন্ত্রণা।
কেউ কেঁদে ফিরে খেটে খেটে
মরে,
কেউ পরে কারো মন্ত্রণা।
কেউ যে বেদনা লুকায় নয়নে,
ঠোঁটের কিনারে হাসি দিয়ে।
কেউবা সুখেতে আরো সুখ চায়,
তাজা ফুল ভাবে বাসি  পিয়ে।
যে জন সুখেরে বিদায় দিয়েছে,
হয়তো বধির ভাবে তারে।
জনতার ভীড়ে কোলাহল  করে,
পাঠায় তারে যে পরপারে।
দুখেরা যাদের নাগাল পেলনা,
দুর দুর করে তাড়ায়  সে,
বোবা দুঃখেরা সেইখানে বাসা,
বেঁধে রবে আর জরো আশে।