সুনীতি আমারে ধৈর্য ধরতে বলো,
এইটা আবার কেমন কথা হলো!
দুতলা করেছো, স্বপ্ন করেছো।
মাছে দুধে খাও, শান্তি যে পাও।
মান মর্যাদা শানাতেন চলো,
চাল নেই ঘরে আমাকে দেখে,
ধৈর্য ধরতে বলো!
এইটা আবার কেমন কথা হলো।


সুনীতি তোমার সব আছে তাও,
চোখে যা দেখো তাই তুমি চাও,
তুমি কি তোমার মনকে বুঝতে পারো?
যা আছে ঘরেতে বহু গুনে চাও আরও।
মোর ঘর নাই পরনের কেনা,
বছরে কখনো যায়না কেনা,
টিনের চালা টি ছিদ্র হয়েছে,
বাস করি তারই তলে।
সুনীতি আমারে ধৈর্য ধরতে বলে!
ধরেছি ধৈর্য বেড়েছে কর্জ,
পেটে চেপে পিটে সয়।
সদা কে এলো ঋণের দাবিতে,
সেই ভয়ে কভু পালায় তফাতে।
ধন ও মান খোয়া গেলো।
এখনো সুনীতি ধৈর্য ধরতে বলো!
কেন রে সুনীতি তোমার বেলাতে
এতো সুখ এতো গান।
অনাহারে থাকি তবু বলো আরও,
দুঃখে তে বাড়ে মান।
অনেক হয়েছে তুমি ধরো পথ,
গায়ে পড়ে নাও ধৈর্যের রথ,
ক্ষুদা লেগেছে দু মুঠো অন্ন,
এনে দেবে মোরে চলো।
নিজেরে এবার ধৈর্য ধরতে বলো।