আসবে দুঃখ আসতে পারো
ভাঙ্গা মোদের বেড়া।
এটাই নিয়ম এই জগতের
চলছে ভাঙ্গা গড়া।
এই ঘরে বাস করে যারা
কেউ থাকেনা দুঃখ ছাড়া।
তাইতো সুখের লেশ নাহি পায়,
দুখের স্বপ্ন ধরা।
রংধনু সুখ এইখানেতে ,
বাজায় সুখের বাধ্য।
জির্ন জরা খেলনা তাদের,
গালগালি তার খাদ্য।
আসবে দুঃখ নাই ক্ষতি নাই,
তবে এসো সাবধানে।
কাজ কর তবে ধীরে ধীরে,
তুমি আসিয়া সংগোপনে।
চাঁদের আলো বেড়ার ফাকে,
জোছনা ভরা রাতে।
দুঃখেরা সব সারা রজনী,
রোদন করিয়া কাঁদে।
আধার যাদের স্বপ্ন সুখের,
বাসর গড়ার  মিল।
স্বাভাবিক তা কাদঁবেই তারা,
খুলে দিয়ে প্রাণ দিল।
এইখানে নাই বাসন-কোসন,
লাকড়ি কড়াই থালা।
হয় না রান্না দিন প্রতিদিন,
কভু মিটে না জালা।
জোনাকি যেমন থাকিয়া থাকিয়া,
জ্বালায় মোমের বাতি।


এখানে সব জীব গুলো সবে,
করে আয়োজন কাঁদি।
রোদনের পর রোদন করে,
কালো করে দেয় মন।
কোথা পাবে সুখ জীবনে আর,
দেখি না আপন জন।
এখানে যত আশা আছে তার,
আছে ততগুলো বাধা।
রঙিন স্বপ্ন কখনো কখনো,
কালো থাকে সর্বদা।
মাঝে মাঝে সব দুঃখ গুলো এসে  
দিয়ে যায় কিছু মায়া।
খরস্রোতা নদী যেমনি করে
ছুটি সাগরের পানে।
তেমনি করিয়া ছোট ছোট দুখ
চলে আসে গানে গানে।


বিদায় নিয়েছে সব সুর সুখ
বাঁচিয়া কেবল দুঃখ।
মুখের কথাতেই হবে না কিছুই,
তারা যে কেবল মুখ্য।