ধুলি দুসরিত পৃথীবির কিছু লোভ,
মুছে দিল পরকাল।
ক্ষমা করো প্রভু অধমের যত ভুল,
আখি জলে ভিজে গাল।
মায়ের ভাই এর সুদিনি  দাবি তো,
সমাজের যত চাওয়া।
মিটাতে পারিনি দেশ ও দশের,
মোর কাছে কিছু পাওয়া।
অধিকার আদায়ে নিজের ঘরেতে,
আজীন সবই তুলে।
কি ছিলো পাওনা ভুলে গেছি দিতে,
নিজ ঘর সাজি ফুলে।
কাটার বেদনা সইতে না পেয়ে,
অভিমানে ভাঙি ঘর।
ভাবিনি কারে যে দিয়ছিনু ব্যাথা,
আপনারে করে পর।
হে প্রভু আমারে করিও গো ক্ষমা,
দিওনা বেহেস্ত কভু।
করে দিছো ক্ষমা শুনি  যদি  এই
দোযখেও সুখ তবু।
রোজ হাশরে কি দিব জোওয়াব,
আয় প্রভু দয়াময়।
অস্ত বেলায় পাওয়া না পাওয়ার,
মনে জাগে কিছু ভয়।