প্রেম করনি কবি,
প্রেমের কবিতা লিখ কেন?
তুমি যে অন্ধ একথা বুঝে,
প্রেমিকা হয়তো আগেই,
বিদায় নিয়েছে ফাগুনের দেশে।
যে খানে আম্র বনে মৌ গুনগুন,
সেফালিরা পরে ঝরে।
প্রেমিকা হয়তো বিলাষ করেছে,
প্রেমিকের  বাহুডোরে।
কি অবিশ্বাস্য,  কি আছে তুমার,
সারা জীবনের দুঃখ তোমার রাত,
ভোর হতে  আর  দিলনা  কভুও,
রাখলনা হাতে  হাত।
তোমার  চোখের  তারায়  প্রেমিকা,
কভু জোছনার  আকাশ  দেখেনি,
তুমি আল্পনায় বালে  তার  কভু,
রংধনু  আকনি।
তাই  আজ পারি  জমায়,
তোমার  মনের  মানুষ।
বসন্ত  বহেনি  তোমার  হৃদয়ে,
আজীবন  বহে  পোষ।