আপনার তরে সকল ই করেছি,
আপনারে চিনি নাই।
আপনার পাশে দাঁড়াবার বেলা,
আপনারে কাছে চাই।
আপনারে ফেলে কারে ভাসি ভালো,
কারে চায় এতো বেশি।
আপনার চেয়ে আপন কে হবে,
পাশে থেকে ভালোবাসি।
আপনার আশা হতাশায় রেখে,
পরের আশাতে ভুলে।
আপনার ঘর শূন্য করেছি,
অপরের ঘর তোলে।
অপরের ঘর আপনার ভাবি,
আপনার ঘর ভেঙে।
অপরের সুখ চর্চা করেছি,
নিজ ঘরে টেনে টেনে।
আপনারে না ভালো করে দেখে,
পরকে দেখেছি ঠেসে।
আপনার প্রতি যত্ন করিনি,
কিঞ্চিৎ ভালোবেসে।
আপনার মাঝে আপনি যে আছি,
তা খুঁজে খুঁজে পর মাঝে।
বি ফলে গেলো যে সাধের জনম,
বিফল কত না কাজে।