মৃত্যু!
মনুষ্যত্ব কটু কাব্য গহীনের আত্মিক অনুলিস্পা।
গহ্বর তপ্ত আলিঙ্গন,আস্তরণে টেরামি পিদিম,


মুমূর্ষু বেতরিবত সাদিকেরা রুদ্ধ!
কপাটিকার বিদ্যাবল নমস্কারে জন্মা।
সুই দর্প দাস্যভাব,গত বুদ্ধি অমাবস্যা।
ফেরার পথে পথিকের বেষ্যাভাব,আমৃত্যু যার পদকার,নৈপুণ্য যার  পাপকৃৎ।


এহেন মৃত্যু!  কাম্য যার! প্রিয়জন তব অনুজ্বলে হাসে, জীবন্তিকা  সেতো উন্মাদ চালকের আসনে বসে।।



---------------------


নোট-


পিদিম :আলো
বেতরিবত:  অশিক্ষিত
কপাটিকা :হৃদপিণ্ডের প্রাচীর।


(অলিন্দ ও নিলয়দ্বয়ের মাঝে খোলা ও বন্ধের জন্যকপাটিকা থাকে। -. বাম অলিন্দ. ডান অলিন্দ. বাম নিলয়. ডান নিলয়.)