বেদনার নীল আবিরে!
পরান আমার যায় কাঁদিয়ে।
আঁখির পরে মায়া কান্না-
কোন আবিরে পাখনা মেলে?
কোন সে মায়া টানে ছাতিম তলে
আষাঢ় যেন বইছে  চোখে।


ফুলের গায়ে ভোমর আঁকে-
শিশির আঁকে দূর্বা ঘাসে।
চোখ যে আঁকে নীল আবিরে-
স্বপ্ন স্মৃতির দুর আকাশ।


(সংক্ষিপ্ত) দ্বীপদেশ।