কথা অল্পতে বলিবো গল্পতে
শুনো তা মনোযোগ দিয়া ।
ক্ষণিকের দুনিয়া ছলনায় ভরিয়া
অবশেষে কী হইবে খেলায় মাতিয়া ?
তাথিয়া তাথিয়া শয়তান আসিয়া
কুমন্ত্রণা দেয় হৃদয়ো জুড়িয়া
পাপেতে পাপেতে পাপী হইয়া
নরকে যেতে চাও ? গেলাম কইয়া ।
সময় চলমান , স্বল্প কাজ করে হও লাভবান
মহান আল্লাহর প্রেমে মনোযোগ দাও সালাতে
সুগঠিত সমাজ বিনির্মাণে বুঝে পড় আল-কুরআন ।


মিথ্যার কালো থাবায়
     মনটাকে শুধু ভাবায়
         চোখ দু'টো কাঁদায় আর কাঁদায় ।


নানা আঙ্গিকে নানা ভঙ্গিতে
প্রয়োজনে অপ্রয়োজনে নানা আয়োজনে
সুন্দর এই হৃদয় কেন যেন মনে হয়
পাপের কুৎসিত অন্ধকারে যায় ডুবিয়া
অন্তরে থাকে না ডর ভয় ।


সম্পদে সম্ভারে হৃদয়ো মিনারে
ঈমানের আযান শুনাওরে ,
মিলিবে শান্তি দূরিভুত হবে ভ্রান্তি
রহিবে না দুনিয়ার ক্লান্তি ।


রচিবে তোমার নাম
    ঝরিবে গায়ের ঘাম
       কষ্টের বিনিময়ে আসিবে সুখ ।


দূর করো যত নিস্ক্রিয়তা
আসে যেন মনে সজিবতা
রইবে না পর জীবনে কোন দুখ ।


নিমগ্ন হও ভালো কাজে
সমাজের মানুষের কল্যাণে
সুরভিত করো মনের দুয়ার
সুখ সুখ রবে মনটা তোমার ।
যে করে পরের উপকার
দুনিয়ায় না হউক পাইবে উপহার ।


পরিচ্ছন্ন নিয়ত যাহার
   স্বর্গোদ্যান হইল তাহার
মহান স্রষ্টা তা করেছেন তৈয়ার ।


________________
        : জানুয়ারী ৩ , ২০১৭