সকালের কুয়াশায় সিক্ত দুর্বাঘাসে
খালি পায়ে হাঁটতে খুব ভাল লাগে ।
পুব আকাশে রবির আলো ঝলকিয়ে উঠে
দুর্বাঘাসের শিশিরটুকু সোনালী আভায় হাসে ।


আলোয় আলোয় সূর্যমামা বিকশিত হয়
রাতের আঁধার কেটে মানুষ মনের কথা কয় ।
শান্ত ধরায় আসে আবার জনতার কলরব
পাখপাখালির কলকাকলি বন্ধ হয় যে সব ।


শিশির ভেজা পা গুলো হয় যে অভিসার
বায়ুবয় সকালবেলায় সু-স্বাস্থ্যের প্রতিকার
আসবে তুমি ফিরে আবার করবে না অভিমান
ঐ শিশিরে হাঁটবো বারবার দিব না প্রতিদান ।