নতুনের আগমনে মুছে যাক যত আবিলতা
বিরহী মনোভাব চিন্তা চেতনার জড়তা ।
হয়ে যাই একে অপরের শুভার্থী কল্যাণকামী
গোপনীয় যা আছে জানেন মহান অন্তর্যামী ।


অতীতের ভাবনায় কাতর না হয়ে
গড়ি সুন্দর সমাজ মিলিতভাবে উভয়ে ।
দেই উপহার পরিচ্ছন্ন সুসভ্য সমাজ
সেই পরিকল্পনায় করি সেভাবে কাজ ।


নতুনের আগমনে ভুলে যাই মান অভিমান
হই মনে মনে একাকার সবার কাছে মহিয়ান ।
সবুজ শ্যামল পত্রপল্লব অনুরণিত হয় কাননে
কোটি হৃদয় পুলকিত হোক সুরভিত সবুজায়নে ।


অতীত চিরদিনই অতীত
তা মনে রাখিও না স্মরণে
এসো সবাই এক হয়ে যাই
প্রিয় দেশটির স্বাধীনতার উন্নয়ণে ।


নতুনের আগমনে নিষ্পেষিত হোক মনের কালিমা
চিত্ত সিক্ত হোক অপূর্ব ভালোবাসায় সহাস্য বদনে ।
প্রলম্বিত করো না বেদনা ব্যথিতই রইবে প্রাণ
প্রসস্তি আসুক দেশের মাঝে সত্য সুন্দরের অনুরণে ।


এসো এ বৈশাখে
প্রশান্তির কেতন উড়াই
কোটি জনতার মন জুড়াই
সমাজ চিন্তকদের কাছে রাখি এই প্রত্যাশাই ।