বিলাতে হবে সুঘ্রাণ প্রদীপ্ত মনের
ঘ্রাণটা যে তার নিজের ,
সঙ্গী হতে পারলে সৎ মানুষের
দূরিভুত হবে সব মিথ্যাচারের ।


নিজের কাছে থাকলে আলো
ছড়ানো যায় সহজেই ,
জ্ঞানার্জন করা মনের আলোতে
অজ্ঞতা থাকবে দূরেই ।


মনের সাহসে রুখবো সদা
অন্যায় জুলুম অবিচার ,
ন্যায়ের সমাজ গড়তে সবাই
একতাবদ্ধ হাল ধরিবার ।


এ দেশ আমার প্রিয় ভালোবাসার
ধ্বংস হতে দিবো না আর ,
জীবন দিয়ে সত্য সমাজ গড়ার
সুকঠিন শপথে মন দুর্নিবার ।


প্রিয় আমার জন্মভূমি
প্রিয় আমার স্বাধীনতা ,
রুখে দিবো শক্ত হাতে
মানি না অন্যের অধীনতা ।