চৈত্রের খরতাপে শুরু হয় অবিরাম বৃষ্টি
শোঁ শোঁ শব্দে গুঞ্জরণ অপূর্ব সৃষ্টি ।
নেই রোদ নেই কোলাহল শীতল হাওয়া
কাজের অবসাদে সুগন্ধিত রান্না খিচুড়ি খাওয়া ।
রাতের প্রথম ভাগে পড়ে বিতৃষ্ণ গরম
দ্বিতীয় ভাগে আবার শরীরে লাগে শীতল আরাম ।
পাখাটা চালানো যায় না লাগে ভীষণ শীত
হালকা কাঁথায় আরামে যাই সুখের নীদ ।
ঘুমের ঘোরে গায়ে থাকে না সেই হালকা কাঁথা
পাখার বাতাসে ঠান্ডায় সর্দি কাশি হয় মাথা ব্যথা ।
অবশেষে প্রভাত আসে শীতের আমেজে
এমন পরিবেশ দেখা যায় চৈত্র মাসে ।
দিবসের শুরুতে আবার নামে গরম আর গরম
ক্লান্ত শরীর শ্রান্ত প্রাণ মনে হয় আসবে মরণ ।
মাঝে মাঝে বয়ে চলে প্রশান্ত সুবাতাস
কাজের ফাঁকে মন চায় নেই একটু অবকাশ ।
বৃষ্টির অবগাহনে মেঘের আড়ালে আবার রোদের খেলা
এভাবে কেটে যায় রাত পোহায় আমার সুখের ভেলা ।


----------------------------------------------
রচনা: ২০-মার্চ-২০১৭