সফেদ শুভ্রতায় বিকশিত জ‌্যোৎস্না রাত
সৌন্দর্য উপভোগে এগিয়ে আসে প্রভাত
প্রফুল্ল বদনে প্রসন্ন মননে এল পরিতৃপ্তি
কে দিল এত শোভা এত আলোক দীপ্তি ?


আকাশের তারকারাজি ঝলমল করে বলে উঠল ,
     যাঁর ইচ্ছায় সবুজ বনানী , পাখির ডানায় ,
            ঠোঁটে কিচিরমিচির গান ,
নদীর ঢেউয়ে ঢেউয়ে মাতামাতি আর কলতান
  তাঁরই মহিমায় এত দীপ্তি প্রশান্তি সুমহান ।