মানবতা-
ধুঁকে ধুঁকে মরছে ।
মানবতা-
বার বার কাঁদছে ।
মানবতা-
কোন্ দিকে যাচ্ছে ?
মানবতা-
শুধু পথ হারাচ্ছে ।
মানবতা-
এদিক ওদিক ছুটছে ।
মানবতা-
দিকে দিকে পথ খুঁজছে ।
মানবতা-
সারা বিশ্বে মার খাচ্ছে ।
মানবতা-
বিবেকের বুলিতে আছে ।
মানবতা-
সক্ষমতা লুকিয়ে রাখছে ।
মানবতা-
আলোচনা গোল টেবিলে ।
মানবতা-
নেই সফলতায় না বাস্তবতায় ।
মানবতা-
নেই সঠিক পরিকল্পনায় ।
মানবতা-
মানবিক মূল্যবোধ হারিয়ে এখন
মালা হয়ে ঝুলে আছে গলায় ।
মানবতা-
সবার কাছে প্রাণ পাক
অপেক্ষায় রইলাম এই প্রত্যাশায় ........


...................................................
রচনাকাল :মার্চ ০১ ,২০১৭