বিশ্বাস বিহীন কাজ
বিশ্বাস হারা জীবন
নয়কো দামি নয়কো
মহান , বৃথাই সারাক্ষণ ।


যার মহিমায় প্রাণ যে তোমার
যার মহিমায় খাও ,
অকৃতজ্ঞ হয়ে সবাই
শুধু তাকেই ভুলে যাও ।


যার দয়াতে জন্ম নেয়া
যার দয়াতে বড় হওয়া
বিত্ত বৈভব সম্পদরাজি পাও ।
তাঁকেই জানো তাঁকেই মানো
ঐ নিয়মে জীবন গড়িয়ে
বিশ্বাসী হয়ে মনটা ভরে দাও ।


মাকড়সা যে কষ্ট করে
বানায় একটি ঘর ,
এক নিমিষেই তলানীতে
ঘরটি যে নড়বড় ।