দুর্বিনীত জীবনটা ছুটে চলেছে
গহিনে দুর্গম গিরিপথে ,
সঠিক দিশা না পেয়ে
আঁকা বাঁকা গলি পথে ।


সময়ের সঠিক ব্যবহার
মূল্য না দিয়ে কেন যেন
কোন্ অজানায় অচিন পথে
চলছে সবাই লক্ষ্য পরিকল্পনাহীন ।


চাহনীতে শ্রবনে মননে
গন্ডারের চামড়ার মতো
আবরণ পড়ে যেন.......
সঠিক পথের দিশা পাওয়া
ওদের জন‌্য কষ্ট সাধ্য ;
ওরা পথভ্রান্ত উদ্ভ্রান্ত ।
এভাবে চলতে চলতে
বিত্ত বৈভবের পিছে পিছে দৌড়ে
মৃত্যুর দুয়ারে এসে পড়ে ,
সংকীর্ণ হয়ে যায় জগৎ জোড়া ।


শ্রোতের গতিবেগের মতো
ছুটে চলে সময়ের পাগলা ঘোড়া ।।