মা-
কথাটি সুন্দর অতি
মনের মাঝে শান্তি ,
মা-
কথাটি স্মরি যখন
দূর হয়ে যায় ক্লান্তি ।
মা-
কথাটি সহজ সরল
উচ্চারণে নেই কষ্ট ,
মা-
কথাটি ভাবায় আমায়
প্রশান্তি পাই যথেষ্ট ।
মা-
কথাটি মনের বাগানে
ফুটন্ত একটি ফুল ,
মা-
কথাটিকে করোনা তুচ্ছ
তাহলে হারাবে দু'কূল ।
মা-
কথাটির সাথে করোনা কেউ
রুঢ় আচরণ বেয়াদবি ,
মা-
কথাটি মনের ভিতর আঁকবে
সর্বদা তাঁরই প্রতিচ্ছবি ।


কোন সন্তান মমতাময়ী মায়ের
ব্যথা দিও নাকো মনে ,
স্বর্গোদ্বান তোমার রয়েছে জেনো
সেই প্রিয় মায়ের চরণে ।
হে , প্রিয় ভাই-বোনেরা সবাই
সেবা করো প্রিয় মায়েদের ,
এই জগতে কোথাও কোনো
যেনো কষ্ট থাকেনা তাদের ।।