কে আমাকে হিল্লোলে  হিল্লোলে ডেকে যায়
   কোথায় আজ আমার পরমাত্মীয়
    হৃদয়ের গভীরে সেই জিজ্ঞাসা
কার অন্বেষায় জীবনের চাকা ঘোরে ।


আমি খোঁজে পাই , দাঁড়াই সালাতে প্রার্থনায়
   তাঁরই খোঁজে হারিয়ে যাই অজানায়
   পরমাত্মার শান্তির প্রতীক্ষায় সারাক্ষণ
চেয়ে রই তাঁরই রহমতের প্রত্যাশায় ।


গভীর মনোযোগে মহান মালিকের সম্মুখে
    পরম প্রশান্তি মননে অনুভবে
বেদনার বালুরা উড়ে যায় দূরে বহু দূরে
শুধুই শান্তি আর শান্তি বিরাজমান অন্তরে ।


ভয় ভক্তি বিনয়ের সবটুকু দেনা তাঁরই জন্য
    তিনিই যে সব আর নেই কেউ অন্য
প্রেমাবরণে ঢাকতেই হবে তাঁকে সব সময়
খুলে যাবে সবার জন্য তাঁর দয়ার দুয়ার ।