বসন্তের আগমনে----
মুকুলগুলো প্রস্ফুটিত আম্র কাননে ,
বাগানগুলো বিহনে মুখরিত সবুজায়নে ,
মহীরুহ উল্লসিত পত্র পল্লব নবায়নে ।


বসন্তের আগমনে----
মিষ্টি সুর ভেসে আসে কোকিলের কুহুতানে ,
হিম বাতাস শীতল করে দেয় বসে বাতায়নে ,
পুলকিত মনটা ঝংকৃত হয় পত্রের অনুরণনে ।


বসন্তের আগমনে----
স্নিগ্ধতায় ভরে যায় পৃথিবী দেখে দু'নয়নে ,
রণিত অরণিত প্রেমিক যুগল হলুদে অবগাহনে ,
সুশোভিত সুরভিত সবাই হৃদয় মননে ।