জ্যোতির্ময় ও আধ্যাত্যিক চেতনায় যার জীবন ধন্য
জীবনের গতিময়তায় পথ খুঁজে , ভারসাম্যের জন্য ।


হারিয়েছে অনেক কিছু , ফেলে আসা দিনগুলিতে
প্রাণ তার ব্যাকুল , ইসলামের সৌন্দর্যের বাণী শুনিতে ।


খুঁজে পেয়েছে লক্ষ্যহীনতার মাঝে আত্মপরিচয়
ইসলামের আলোকবর্তিকায় হৃদয় হলো জ্যোতির্ময় ।


জার্মান নারী তানিয়া পোলিং এমনই এক সৌভাগ্যবান
মুসলমানদের সাথে মিলেমিশে শিখিল ইসলামী বিধান ।


বুঝিলো সে হিজাব নারীকে দেয় মর্যাদা ও নিরাপত্তা
এনে দেয় পোশাক পরিচ্ছদে লজ্জা নিবারণ ও পবিত্রতা ।


সবকিছু থাকার পরেও অনুভব করতো অস্তিত্বহীনতার বেদনা
মুসলিম সমাজ এনে দিয়েছে তার মনে ঘুরে দাঁড়াবার চেতনা ।


আধ্যাত্যিক স্বাধীনতায় পেয়েছে সে , এখন আত্মিক প্রশান্তি
এগিয়ে চলছে সম্মুখপানে পিছনে ফেলে অতীতের ক্লান্তি ।


আল্লাহর বিধান পেয়ে অন্ধকার কেটে জীবনে এলো সূর্যোদয়
দীর্ঘ শীত নিদ্রার পর জেগে উঠলো বসন্তের প্রাণোচ্ছল নব কিশলয় ।


দোয়া করি সবাই তার জন্য এই আদর্শে অবিচল থাকুক সবসময়
আত্মসম্মান আর ভালোবাসায় বেড়ে উঠে হৃদয়টা হোক স্নেহময় ।_________________________
রচনাকাল : মে ৯ , ২০১৭