নব বরিষে নব হরিষে নব উদ্যমে নব চেতনায়
নব সাজে সাজিয়েছে তারে সেই প্রেরণায়
মিষ্টি হাসিতে স্নিগ্ধ আদরে স্নেহ মমতায়
মধ্যমণি করে রাখিতেছে কবি তার কবিতায় ।


নববারিতে সহিতে না পারিতে তটিনী উথলায়
সিঞ্জিত জোয়ারে সুগন্ধি বিলাতে বয়ে যায়
দিগন্ত ছাড়িয়ে মনটা হারিয়ে ঐ দেখা যায়
ঢেউয়ের পর ঢেউ বারবার দোল খায় আর খায় ।


ব্যাপিকা যেমন নব যৌবনে নব তারুণ্যে হারিয়ে যায়
ছুটন্ত ঘোড়ার মতো টগবগিয়ে উঠে নব আভায়
ফুলের পাপড়িতে সাজিয়ে থাকে দেখে আয়নায়
তেমনি মোদিনী মাঝে প্রবাহিনী আজ সজ্জিত নববর্ষায় ।


কূটিল হৃদয় গুলো যদি হারিয়ে যায় ঐ দরিয়ায়
শোষণনীতি দূর্নীতি মিথ্যানীতি না থাকিত হায়
সুশান্ত প্রশান্ত সুখময় কস্তরী ঘ্রাণ ছড়াতো বিশ্বসভায়
অনুপম সুখ অনাবিল আনন্দ পেত ব্যথিত হৃদয় ।


বিদ্যুতের চমকে মেঘের গর্জনে এবং বৃষ্টির ধারায়
মনুষ্য সমাজ থেকে বক্রতা জটিলতা যেনো হারায়
কাঁধে কাঁধ মিলিয়ে শত্রুতা গিলিয়ে প্রেম ভালোবাসায়
সদা থাকবো মিতালী গড়বো যেভাবে নদী বয়ে যায় ।।