কে বানালো যতন করে
সুন্দর এই পৃথিবী
কে সাজালো নিপুণ করে
বিশাল এই পৃথিবী ।


সাগর নদী পাহাড় আরো
স্নিগ্ধ নীলিমায় লাগে ভালো
মন ছুঁয়ে যায় গোধূলী আলো
কে দিলো মোদের এই মোহনীয় ।


নিশুতি রাতের নিভৃত নিরালায়
ঝিকিমিকি তারকার মিলন মেলায়
জোছনা প্লাবিত চাঁদের আলোকচ্ছটায়
কে জাগালো হৃদয়ের গভীরে মহাজাগরণ ।


বনে বনে গাছে গাছে পাখির গুঞ্জরণ
ভেসে আসে কানে , লাগে অনুপম
ফুলে ফলে সুশোভিত সুন্দর নিরুপম
কে করিলো মুগ্ধতম এই আয়োজন ।


ভাবনার শেষ নেই তাঁকেই নিয়ে
হারিয়ে যায় অন্ধকার উজ্জ্বল প্রদীপ দিয়ে
আলোকিত মন বিশ্বাসের আলোতে গিয়ে
সিজদায় লুটে পড়ি নাজাত পাবার আশায় ।