যে যাই বলেন ভাই
কবিতাতে ছন্দ চাই
রস আর আনন্দ পাই
তাই মিষ্টি সুরে গান গাই ।


হাজার কবি হাজার চিন্তা
শব্দের গাঁথুনিতে হয় কবিতা
পাঠক সমাজ পড়ে পড়ে তা
তৃপ্তি অতৃপ্তি নিয়ে হয় সুনন্দিতা ।


কবি যারা বিস্তৃত এক কল্পনাতে
আঁকেন ছবি আলপনাতে
ভাবেন , শুধুই ভাবেন সুদৃষ্টিতে
ভরান মন স্নিগ্ধতাতে ।