রাজনীতির ছত্রছায়ায় আশ্রিত হয়ে
অখ্যাত কুখ্যাত কিছু কুলাঙ্গার
এ যমীনকে প্রিয় মাতৃভূমিকে
কলঙ্কের দাগ লাগিয়ে ;
অপমান অপদস্ত করছে ।


বংশ মর্যাদাহীন কপর্দক কর্দমাক্ত
মন্দকাজের পাহাড়সম উদাহরণ ;
অবোধ অপরিপক্ক ফালতু সব লোক
সমাজের কর্ণধার হয়ে বসে আছে ।
ওরা কলুসিত করছে শান্তিময় সমাজটাকে ।


মা - বোনেরা ইজ্জত হারাচ্ছে
ন্যাড়া হচ্ছে তাদের মস্তক ;
মান মর্যাদা হারিয়ে তারা
বড়ো অসহায় বড়ো নিঃস্ব ।
হারিয়েছে অর্থকড়ি সর্বস্ব ।
কোথায় গিয়ে পাবে তাদের
হারানো মর্যাদার কিয়দংশ ?


ছি ছি চারদিকে তাদের কর্মে
বিধ্বস্ত জনপদ বিপর্যস্ত জনমানব
ওদের লেলিহান শিখায় পুড়ে ছারখার
তবুও কারো মাথা ব্যথা নেই -------
নেই কোনো পরিবর্তনের চিন্তা ।


স্বার্থান্ধতার অন্ধকারে আকণ্ঠ নিমজ্জিত
নিজের যান বাঁচাতে ইয়া নাফছি ইয়া নাফছি
আখেরে কি পারবে তারা বাঁচতে
এমন আচরণ যদি হয় সবখানে
একদিন তো দাঁড়াতে হবে হিসেবের কাঠগড়ায় ।


তবে বলি , হে প্রিয় দেশবাসি হে মুক্তিকামী
একতার বন্ধনে আবদ্ধ হও ,
সত্য চেতনায় জাগ্রত হও ,
হও নিজের শক্তিতে বলিয়ান ,
এই ঘনঘটা দুর্যোগের নিশ্চয়ই হবে অবসান ,
অনিন্দ্য অপূর্ব অকল্পনীয় আসবে সুখের অনির্বাণ ।।