বিত্ত বৈভবের নেশায় পেশায় মানুষ আজ কাহিল
কখন যে তার মহান মালিককে স্মরণ করিবে
এতটুকু ফুসরত আর নাহি ।


ভোগ বিলাস আভিজাত্যের অন্ধকারে হাবুডুবু
খেতে খেতে পথ অতিক্রম করার প্রাণান্তকর
চেষ্টাটা তার করা চাহি ।


পরের অধিকার হরণ করিবার কাজটা অব্যাহত রেখে
চেহারায় পোশাকে জৌলুস আর পায়ের জুতার বাহারে
এভাবে করে জীবন অতিবাহি ।


প্রতিটি মুহুর্তের যত কাজ ভাল আর মন্দ
সবই চিন্তার চেতনা সহ তা লিখে রাখার
আছে এক খানা বহি ।


সত্য পথে নিজেকে বিকশিত করার প্রত্যয়ে
অনাবিল সুখের সুন্দর পরিচ্ছন্ন দিশা হয়ে
বিধাতার দান ইসলামই ছহী ।