কিছু কবি আছেন লেখেন কবিতা
লিখেই উচ্ছ্বসিত হোন ,
বানান গুলো ঠিক না করে
আসরে পোষ্ট করে দেন ।


কিন্তু কি ভাই লেখার শেষে
ঐ কবিতাটা বারবার পড়ুন ,
সঠিক বানান ও মাত্রা ঠিক হলে
তারপর তা প্রকাশ করুন ।


কবিতার মান ঠিক রাখাটা
কবিদেরই দায়িত্ব ,
তবেই কবি পাঠকের কাছে
পাবেন স্থায়িত্ব ।