যুগ যুগান্তর চলতেছি আমি
চলার নাহি শেষ ,
আশে পাশে তাকাই দেখি
নানান মানুষ নানান বেশ !


এমনভাবে চলে তারা ; বোধ হয়
উড়ুক্কু এক মন ,
কাউকেই তারা ডরে না ; মনে হয়
ভাবনায় থাকে সারাক্ষণ ।


আরে , মানুষ কিবা আপনজনকে
নাই বা করলে ডর ,
আল্লাহর ভয়ে পথ চলো ; তবে
বুকটি কাঁপুক থরথর ।


আমার তোমার সবার জন্য
একই নিয়ম বিধান ,
কেন রাঙাও অহংকারের রঙ্গে
মনে থাকতে ঈমান ।


নিম্নগামী তোমার কন্ঠ ; হওয়া
কেন উচিৎ নয় ,
উচ্চ কন্ঠ গর্দভের আওয়াজ
আল কুরআনে রয় ।।