স্কুল পড়ুয়া এক কিশোরী
ছুটছে চলে আপন পানে
ললাট পেটে রক্ত ঝরে , অকাতরে
বিক্ষোভকারীদের ছোড়া পাথরে ।


দেখলো হঠাৎ ফটোগ্রাফার দারইয়াছিন
খুশবু পড়ে আছে , অজ্ঞান হয়ে রাস্তায়
ক্যামরাটা গলায় ঝুলে , তুলে নিলো কোলে
চলছে ছুটে ত্রস্ত পায়ে হাসপাতালে ।


এই প্রচেষ্টায় সুস্থ হলো খুশবু
বিলিয়ে দিলো দারইয়াছিন মানবতার খুশবু ।


বিশ্বে এমন মানুষ আছে যারা মানবিক
নিজের চেয়ে অপরকে ভালোবাসে অনধিক ।


রাজা যারা নিজের স্বার্থে ক্ষমতাটা তার চাই
গন্ডগোল বিশৃঙ্খলায় দেশের মাঝে শান্তি রাখে নাই ।


সবাই মিলে এক হয়ে , অমানবিকতা রুখি
আসুক না ঝড় তুফান , কটূকথা চতুর্মুখী ।


_____________________
রচনা : ২৪-এপ্রিল-২০১৭ ইং


# কাশ্মীরের একটি ঘটনা পড়ার পর লেখাটির উদ্ভব ।