নববর্ষ এলে
.........................
হাসান মঈনুল
.....................................
আজি নববর্ষের প্রারম্ভে
নবাগত রবির আরম্ভে.
ভুলে গিয়ে আছে যত কষ্ট
মন থেকে ঝেড়ে সব নষ্ট।
পূর্ব গগনে ঐ উঠেছে রবি,
হোক আজি সবকিছু নতুন করি.
হিংসা বিদ্বেষ আর হানাহানি,
ধুয়ে মুছে যাক সবকিছু আজি।
বাংরেজি ছেড়ে দিয়ে বাংলায় বলি
মায়ের ভাষাকে সম্মান করে চলি,
আছে যত কতশত ভিন ভাষা
মায়ের ভাষা বিনে মিটে কি পিপাসা?
ভিনদেশী কালচারে,বেসামাল ফাংশনে
ভুলে গিয়ে নিজেরি কৃষ্টি কালচারে,
ঘুমন্ত দেশপ্রেম একদিনই জাগে
আমরা ও যে বাঙাল ছিলাম,
মনে পড়ে নববর্ষ এলে।