হাজার কষ্টের মাঝে তাকিয়ে দেখাটাও যেন,
সঞ্চয় হল শেষ সম্ভল।
কিছু তৃপ্তি অপ্রত্যাশিত কিছু অনোভূতি
মাঝে মধ্যে ঠিক ই তুমার কথা
মনে করিয়ে দেয় অবিকল


চাহনাতে এখন ত তুমি নেই
বাসনাগুলো নির্জিব হয়ে পড়েছে ক্রমেক্রমে
হাসির ভান্ডার আজ যেন  অসচল
কাগজের ফেস্টুন অথবা হৃদয়ের এককোন
সব কিছুই ধূলিস্বরে হারাতে বসেছি
এমনকি মনিকোঠার নামক সর্বস্ব সম্ভল


কালের কাছে হয়ত আমি আজ পরাজিত
তবুও আড়ালেই মেতে থাকতে রয়েছি
ভানধরা আড্ডায় লিপ্ত।