আমার সাধ্য কতটুকু কখনই ভাবিনি
ভাবিনি আমার হৃদ মাজারের আয়তন
বুঝিনি দেউলিয়ার মত আমার জিবন ধার
সে বিহঙ্গেই হয়ত আমি বাধিয়াছিলাম
তোমার জন্যে আমার এ মন।


কাগজের ফেস্টুনে কলিজার এক কোনে
রেখেছিলাম তোমায়, নিবিড় বন্ধনে আবদ্ধ
আমি দাসের ত্রাশ হয়ে এক অবিকল সঙ্গপনে
বে সম্ভব ভালবেসে-
হয়ত অজানা ছিল আমার সামর্থ?


হৃদয়ে, সযত্নে জপেছি, সর্বক্ষনই ভেবেছি
না জানি ওগো,  তুমি কী, কি করছ?
আমার গুমের পাশ কেটে,  শুধু তোমার যাতায়াত
তাও জানি না, অমায় একটু কী ভেবেছ।


সব কিছুই পেরিয়ে,  আগলিয়ে রেখেছি তরে,
তুই ই আমার সবচেয়ে বড় ধন
এখনো নিশীত রাতে জেগে উঠে করি চিৎকার
কেনই বা বুঝিস নে আমার এই মন?