কান্না করতে ইচ্ছে হয় ভীষন
কেন জানি আজ চোখের জল সুখিয়ে গেছে
হাসছিলাম যে কত যুগ আগে
তা ইতিহাসই হয়তবা ভাল জানে।
আবারো নতুন বসত গড়ার নেপথ্য প্রচেষ্টায়
তোমার হ্যাঁ তুমারি সঙ্গপনে
আমি হটাৎ ই আবির্ভূত  নিরালায়।
আবারো চুপ্টি মেরে
না জানিয়ে বিলুপ্ত অজানায়।


হয়েছে কি জান, এ ভূবনের জন্য
আমি এক অভিশাপ
ভিতরে আমার বসত নাই হয়তবা
শ্বাস নেওয়াটাও এখন আমার কাছে মহা পাপ।।
আমি মন ভাঙ্গিনী,  ভেঙ্গেছি মনের  মন্দির
আমি অপারক _ আমি অসহায়
সব দায়ভার আজ এ আমার
পারলে কখনো ক্ষমা করোনা
আজ বুঝতে পারছি __
আমি খারাপ ভীষন খারাপ