মৃত্যুর মহামীতে পুরো ভ্রম্মান্ড আজ গ্রাস
কান্নার আহজারীতে সমগ্র নিঃস্তব্দে বসবাস
সবাই গৃহযুদ্ধের ন্যায় গৃহে বন্ধী
চলেনা ভূখন্ড নিয়ে গোলাবারুদের রনক্ষেত্র
অযথা যুদ্ধে যাবার রণকৌশল
আজ কেহ আটে না কোন, ফন্দী।


পারমানবিক বোমারু আজ মনে হয় অকর্ম বিশ্বকোষ বেস্তে যাচ্ছে  হয়ে চুর্ণবিচুর্ন।
এত স্যাটালাইন শহস্র প্রযুক্তি মনে হয় অযথা
বিশ্ব স্বাস্থ্য সংস্থাও পারেনি রুখতে, যথাতথা।
বিজ্ঞান সেতো বিশেষ জ্ঞান বলেছে ১৬ মাস
না জানি এর ভিতরে হারাতে হয়, কত শহস্র লাশ


বন্ধী শিবিরেও আজ নেই খোলাহল
প্রমোত তরীতেও আজ সেই ক্ষুদ্র দল
ফুলেয় থেকেও আজ বিমান ব্যর্থ
পয়সার চেয়ে খাদ্য, আজ এখন মূখ্য
যোগাযোগ নাই সুযোগ, যদিও আকাশ মুক্ত
চারিদিকে মৃত লাশের ঢল, আজ, এটায়, চিরসত্য।


একটায় ভাইরাস করে দিল, পুরো পৃথীবি অচল
মৃত্যু ব্যতীত ভেবে দেখবেন আসলে সব সচল
কীভাবে__ শুনেন তবহে;


এখন আর মানুষ মানুষকে হত্যা করা হয় না
যুদ্ধ নামক নামটা এখন মনে হয় অজানা
পরিমাপ করা হয় না এখন কার শক্তি কত
আজ হয়না টাকার কাছে মানবতা হে নত।
মনুষ্যত্বহীন পশু থেকে পৃথীবি আজ মুক্ত
চলে না দাসপ্রথার নামে অবাধ যৌনকর্ম।


আজ হয়না নিরীহ প্রাণীগুলো হত্যা হয়না বননিধন
আজ হয়না গাজার চাষ তথা মদ উৎপাদন।
আজ সাগর পারের অর্ধলগ্ন তরুনী করেনা বিচরন
আজ খবর আসে না চলন্ত বাসে হয়েছে গণধর্ষন
আজ সার্থের কাছে হারাতে হয়না অতি আপনজন
আজ ভালবাসাগুলো সুপ্ত থাকে অযথা ভাঙ্গে না মন


আজ মরন কান্নার ধ্বনি সীরিয়ায় শোনা যায় না
রোহিঙ্গা, কাস্মীর, ফিলিস্তিন সহ উইঘুরে
মুসলিম অত্যাচার কেহই এখন করে না
কেউ আর নিজেকে নবী বলে দাবী করে না
কহই নিজেকে মাহাদী, ইসা বলে দাবী করে না
উগ্রবাদিত্ব দাঙ্গা লুট কেহ এখন করে না
কেহ নেই স্রষ্টার গ্রন্থকে করতে অবমাননা।


কারন সৃষ্টির স্রষ্টা দিয়েছেন আজ করোনা
আর যদি একবার ধরে, প্রাণঘাতী করোনা
ধনি গরিব বাদশাহ কাওরেই সে ছাড়ে না।
পাপের কবলে ভরে গেছে আজ এই পৃথীবি
মিথ্যার অহংকার নিপাতে সব মূলনীতি
যা কিনা আমার স্রষ্টায় চান না।


তাইতো অশহায় চারিপাশ যেন তার ইশারায়
ক্ষমার আদলেই আজ গজব উঠার অপেক্ষায়।
এখনও সময় আছে হয়ত হননি তিনি নারাজ
দেরি করে ফেললে হয়ত হারাবো হেদায়াত।
এখনও সময় আছে শুধরাও নিজেদের
তুমি কি দেখো নি
সময় পাল্টে গেছে মূহুর্তেই নিমিষেই।
সিংহাসন দিয়েও তুমি পাবে নাত পার
একবার মরিলে তুমি ফিরিবেনা আর।


____ অতীত বিশ্ব ও বর্তমান বিশ্বের আলোকে এবং প্রাণঘাতী ভাইরাস করোনার উপর ভিত্তি করে লিখা আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা। যদি কিছু ভূল হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে নিবেন। আর সবাই সচেতন থাকবেন ও অন্যদের সচেতনতার দিখে নজর রাখবেন । কেননা দিন দিন আমরা খুব কঠিন সময়ের উপর দিয়ে অতিবাহিত হচ্ছি। জানি না এর শেষ কোথায়৷ আর যদি চিরতরে পটল তুলতে যাই তবে ক্ষমা করে দিবেন। কেননা বলা যায় না আমিও এ পথের যাত্রি হতে পারি।
__ আল্লাহপাক আমাদের তথা পৃথীবির সবাইকে এ ভাইরাস হতে মুক্তি দিন ( আমিন).