তার কথা নয় যেন টাইপ রাইটারের পটপট শব্দ- ভাংগালি মোরা, বুঝি না বাংলা ব্যাকরণ- আরবি হরফ পাল্টালে গুনাহ হয় বদলে যায় তার অর্থ (কুরআনে) কিন্তু কই?
বাংলাতে তো এমন বাধ্যবাধকতা নেই- আর তাই বুঝি- র'কে ড়'তে সুন্দর উচ্চারণ করে কলেজ পড়ুয়া ছিপছিপে তরুণী-
পাহারিকা বুঝেনি কস্মিনকালের  আধুনিকতা- হাজার রকম পোজ দিয়ে সেল্ফিতে ঝর তোলা এফবি ফ্যান পেইজ- কিম্বা পোকার মতো সারাক্ষণ স্মার্টফোনে ডুবে থাকা- আর সালামের বদলে হাই-হ্যালো, উফ! এ যেন সারাক্ষণ মায়ের বকুনির মতোন অসহ্যতা...
'আমি গায়ের স্কুলে অল্প পড়ুয়া- তবে বাংলায় শুদ্ধ বলনরীতি আর দারুল কিরাত থেকে শেখা শুদ্ধ কুরআন তেলাওয়াত, বাইরে নেকাবঢাকা চেহারাই তবে আমার আধুনিকতা ...
০৯- ০৬- ১৬