ছদ্মনামে  ঃ  কবি  শতদল


নোবেল  চুরি
এ  আমাদের  জাতীয়  লজ্জা  ৷
রবির  আলোকে  আলোকিত  গৌরব  শিখা
নেই  আজ  প্রজ্জোলিত
গীতাঞ্জলীর  শতবর্ষের  উড্ডীয়মান  পতাকা
আজ  অর্ধনমিত  ৷
যদি  সন্ত্রাসবাদীদের  পাকড়াও  করতে  পারে
কত  চোর  ডাকাত  দাগী
আসামীদের  করছে  কব্জা
নোবেল  চোরকে  ধরতে  পারে  না
ছিঃ ! এ  আমাদের  চরম  লজ্জা  ৷
পরাধীন  কুসংস্কারাচ্ছন্ন  অশিক্ষিত  ভারতবর্ষে
তাঁর  একক  কৃতিত্বে  তিনি  এনেছেন  ভারতীয়
সাহিত্যের প্রথম  মহতী  সম্মান  ৷
বিশ্বের  কাছে  ভারতের  মুখ  উজ্জবল  করেছেন  
আজ  কতটাই  না  খাটো  হচ্ছে  বিশ্ববন্দিত  এই  সম্মান  ৷  
দেশে  সরকার  আসে  আবার  পালটায়  
রবীনদ্রনাথকে  কে  কতটা  ভালোবাসে  
এতেই  বোঝা  যায়  ৷
দেশের  মধ্যে  তৈরি  হয়  কত  কমিশন  
আপনার  আমার  সুবিধার  জন্য  রাখা  হয়
নানান  প্রোভিশন  ৷
নোবেল  চোর  ধরার  জন্য  হচ্ছে  না  কেন
কোনো  কমিশন  ?
এখনও  জন্মায়  নি  ভারতে  দ্বিতীয়  রবীনদ্রনাথ  
এখনও  আসে নি  ভারতীয়  সাহিত্যে  
দ্বিতীয়  নোবেল  
তথাপি  কেন  আমরা  পাই  না  খুঁজে
রবীনদ্রনাথের   দুর্লভ  নোবেল   ?


ব্যারাকপুর, কোলকাতা,  পঃবঃ ,  ভারত
        ২২শে  জুন  ,  ২০১৭