ছদ্মনামে  ঃ  কবি  শতদল


এসেছে  একুশ  শতক
ঘটনা  ঘটে  গেছে  গুটি  কতক
ভূমিকম্পে  মরেছে  মানুষ  শতক  শতক
সুনামিও  হয়েছে  প্রলয়ঙ্কর  ৷
কিন্তু  তার  চেয়েও  ঘটনা  যে  ভয়ঙ্কর
বিশ্ব জুড়ে খালি  সন্ত্রাস  আর  সন্ত্রাস
বিশ্ব মানব  আজ  যে  পায়  না
কোথাও  বেঁচে  থাকার  আশ্বাস  ৷
মানুষই  তো  মানুষের  জন্য
মানুষই  তো  মানুষের  অংশ
তবে  কেন  সন্ত্রাসবাদীরা  করছে
মানুষকে  ধ্বংস  ? বিশ্বকে  ধ্বংস  ?
" নয়  এগারো " তে  সন্ত্রাসে  আমেরিকা
"ছাব্বিশ  এগারো" তে  মুম্বাই
"তেরো  এগারো" য়  সন্ত্রাসে  ফ্রান্স
এভাবেই  কি  নেবে  সন্ত্রাসবাদীরা
একটার  পর  একটা  চান্স  ?