ছদ্মনামে  ঃ  কবি  শতদল


শোন  রে  পাখি
       কাঠ  ঠোঁকরা
তোকে  নিয়ে  হয়
        পাখিদের   মাঝে  
    বেশ   ঝগড়া    ৷
তুই   গাছে  গাছে
        করিস্  ঠক্  ঠক্
তাই  শুনে  রেগে  যায়
মগ  ডালের  ঐ  ঘুমন্ত  বক  ৷
সেদিন  গানের  রেওয়াজ
      সারছিল   কোকিল
অমনি  ঐ  গাছে  উড়ে  এলো  চিল
     তার  সাথে  এলো  বুনো  বাঁজ  ৷
তখনি  শুরু  হলো
        বকের  বক্  বক্
বলে, " শুনুন  শুনুন  পাখিলোক
         আমার  ভালো  লাগে  না
কাঠ  ঠোঁরার  ঠক্  ঠক্
          চাইছি  আপনাদের  কাছে  'বিচার'  
এবার  ডাক  শুরু  হলো
         ভুতুম  পেঁচার    ৷
পেঁচা  বলছে,  "  এ  সব  চলবে  না  "
তার  পর  সকলে  মিলে
          কাঠ  ঠোঁকরাকে  বলে  দিলে
তোমরা  কোনো  গাছে  বসবে  না  ৷