এমন  বৈশাখের  দিনে
জানিনে
কেমনে  রাখিবে  তুমি
দীন  হীন  অন্ধজনে  ?
হে  রুদ্র
তোমার  করাল  ভয়ঙ্কর  রূপে
থাকিতে  হবে  সকলেরে  চুপে  ৷
এমন  কালবৈশাখে,
পাখিরা  রবে  না  শাখে  শাখে
তাহারা  রবে  নিশ্চুপে
যে  যাহার  ঝোপে  ঝোপে  ৷
এমন  বৈশাখের  দিনে,
গাছেদের  ফুল
আর  পাতা  খসা
সে  কি  দুর্দশা  !
সহিতে   পারিনে  ৷


ব্যারাকপুর,  পঃ  বঃ  ভারত
৩০শে  বৈশাখ,  ১৪২৪