তুমি আমি কখন যেন জগরাই মিশে যায়
তা কখনো ভাবিনি!

তবুও আমি বলেছি তুমি খুব পারো,
আমিতো তুমার কিছুই না!

সব জেনেও তুমি করছো আমার সাথে
অকারনে জগরা,

আচ্ছা তুমি কি চাও?  
বলো আমায়?

সব নিয়ে নাও, তবুও তুমি জগরা করাটা বাদ দাও!

আমি জানি তুমি খুব পারো,  
জানি আমি তুমার কাছে হবো পরাজিত!

তবুও আমি তুমায় ভালোবাসি ভালোবাসি।

এভাবেই স্বপ্নপরির দিন যাচ্ছে,
আর আমার ও বয়স হচ্ছে !

কোনদিন যেন হারিয়ে যাবো মায়ার পৃথিবী ছেড়ে,
যাবার আগেও বলে যাবো,
তুমি খুব পারো -

তবুও আমি বলবো যতোই দুরে যাও,
একবার হলেও বলে যেও,

আমায় তুমি ভালোবাসো ভলোবাসো।