তুমি আসবে কবে   আমার  
স্বপ্ন বাগানে !

কবে আসবে  হিমশিম হয়ে !

তোমার জন্য এখনও বসে আছি
এই সন্ধ্যা প্রদিপ নিয়ে।    

কবে আসবে স্বপ্ন রানী হয়ে!

আচ্ছা এসো একদিন
সেই গোলাপটি নিয়ে।